Inspiring Ten Winner Banner
/winners/banner/মুনজেরিন-শহীদ.png

ইংরেজি শেখার স্বপ্নপূরণের সফল সহযাত্রী

ছোটবেলায় তেমন একটা ভালো ছাত্রী ছিলেন না। তবে ইংরেজির প্রতি তাঁর ঝোঁক ছিল স্কুলে পড়ার সময় থেকেই। সেই আগ্রহকেই সম্ভাবনায় পরিণত করার সফল কারিগর মুনজেরিন শহীদ। অনলাইন শিক্ষক, লেখক এবং এডুকেশনাল কনটেন্ট ক্রিয়েটর হিসেবে ইতিমধ্যেই লাখো শিক্ষার্থীর কাছে আস্থা তৈরি করে নিয়েছেন তিনি।

মুনজেরিন শহীদের জন্ম চট্টগ্রামে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতকোত্তরে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন তিনি। এরপর বিশ্বের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে শতভাগ বৃত্তি নিয়ে ইংরেজিতে দ্বিতীয়বার স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন। বিদেশে স্থায়ী হওয়ার সুযোগ থাকার পরও পড়াশোনা শেষে ফিরে আসেন দেশে। শুরু করেন সবার জন্য সহজভাবে ইংরেজি শেখানোর মিশন।

তাঁর উদ্যোগে তৈরি হয়েছে দেশের সবচেয়ে বড় অনলাইন স্পোকেন ইংলিশ প্রোগ্রাম, যেখানে প্রায় দুই লাখ শিক্ষার্থী নিয়মিত শিখছেন। এ ছাড়া তাঁর আইইএলটিএস কোর্স থেকে উপকৃত হয়েছেন আরও ৩০ হাজার শিক্ষার্থী, যাদের অনেকেই সুযোগ পেয়েছেন বিদেশে পড়াশোনার।

শুধু কোর্স নয়, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ১০ মিলিয়নের বেশি শিক্ষার্থী বিনা খরচে শিখছেন মুনজেরিনের তৈরি কনটেন্ট থেকে। অনলাইনে ফ্রি ক্লাসের মাধ্যমে তিনি ইতিমধ্যেই দুই কোটির বেশি শিক্ষার্থীকে পড়িয়েছেন।

মুনজেরিনের লেখা বই ‘ঘরে বসে Spoken English’, ‘সবার জন্য Vocabulary’ এবং ‘ঘরে বসে IELTS প্রস্তুতি’ একুশে বইমেলা এবং অনলাইন বুকশপগুলোতে বেস্টসেলার হয়ে ওঠে। মুনজেরিন শহীদের স্বপ্ন, বাংলাদেশের প্রত্যেক মানুষ যেন ইংরেজিকে ভয় না পেয়ে ভালোবেসে শেখে আর জীবনের কোনো পর্যায়ে ইংরেজি না জানার কারণে যেন কেউ আটকে না যান। নিজের এই স্বপ্নযাত্রার মাধ্যমে তিনি শুধু ভাষাশিক্ষা দেওয়াই নয়, তরুণ প্রজন্মের জন্য এক বড় অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছেন।