বাংলা ভাষার ব্যবহার অনলাইনে দিন দিন বাড়ছে। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় বাঙালিদের প্রায় ৮০ শতাংশই লেখার মাধ্যম হিসেবে বাংলাকে বেছে নিয়েছেন। আর তাঁদের বেশির ভাগই ইন্টারনেট ব্যবহার করেন মুঠোফোন থেকে। অনলাইন কিংবা মোবাইলে বাংলা লিখতে ‘ইউনিকোড’–সমর্থিত কি–বোর্ডের প্রয়োজন হয়। যিনি এই বাংলা লেখাকে আরও সহজ ও জনপ্রিয় করেছেন আড়াল থেকে, তিনি বুয়েটের কম্পিউটার প্রকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থী মো. শামীম হাসনাত। তিনি তৈরি করেছেন অ্যান্ড্রয়েড ও আইফোনের জন্য বাংলা লেখার অ্যাপ ‘রিদ্মিক কি–বোর্ড’।
হাসনাতের কি–বোর্ড তৈরির যাত্রা শুরু হয়েছিল ২০১২ সালে বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বর্ষে পড়াকালীন। তিনি প্রোগ্রামিং অনুশীলনের জন্য প্রথমে ফোনেটিক কনভার্সনের জন্য কোড লেখেন। সেখান থেকেই আসে মোবাইলে অ্যান্ড্রয়েড কি–বোর্ড তৈরির ভাবনা।
প্রায় দেড় মাসের পরিশ্রমে জন্ম নেয় রিদ্মিক, যা এখন অ্যান্ড্রয়েড ফোনের জন্য সবচেয়ে জনপ্রিয় বাংলা লেখার কি–বোর্ডে পরিণত হয়েছে। কম্পিউটারে বাংলা লেখার জন্য যেমন ‘অভ্র’ সফটওয়্যার বহুল ব্যবহৃত, তেমনি মোবাইল ফোনে এখন রিদ্মিকই ব্যবহারকারীদের প্রথম পছন্দ। সহজে ব্যবহারযোগ্য এই কি–বোর্ডে রয়েছে অভ্র, প্রভাত, জাতীয় ও রিদ্মিক সহজ লে–আউটের সুবিধা। পাশাপাশি রয়েছে অসংখ্য ইমোজি ও আকর্ষণীয় থিম।
গুগল প্লে স্টোরে বর্তমানে রিদ্মিক কি–বোর্ডের সর্বশেষ ১৬.৭.৬ সংস্করণ পাওয়া যাচ্ছে। ইতিমধ্যেই প্রায় ১৬০ মিলিয়নের বেশি ব্যবহারকারী ডাউনলোড করেছেন অ্যাপটি। ব্যবহারকারীদের দেওয়া প্রায় পাঁচ লাখ রেটিংয়ে এটি পেয়েছে ৫–এর মধ্যে গড়ে ৪.৪ মান।
হাসনাত এখন কাজ করছেন ‘বইটই’ নামে একটি ই-বুক প্ল্যাটফর্ম নিয়ে। এখান থেকেই আসছে রিদ্মিক কি–বোর্ডের আপডেটগুলো। বিশ্বজুড়ে রিদ্মিক দিয়ে প্রতিদিন বাংলা লিখছেন প্রায় সাড়ে তিন কোটি ব্যবহারকারী।